2,219

যে নারীর বাচ্চা ন্যাচারাল ফিডিং এর উপর ২০% নির্ভর করে এমন নারীর রোযা না-রাখা

প্রশ্ন: 231735

আমার শিশুর বয়স প্রায় একমাস। সে ন্যাচারাল ফিডিং এর উপর প্রায় ২০% নির্ভর করে। কারণ দুধ কম। তার বাকী প্রয়োজনী কৃত্রিম দুধ দিয়ে পূরণ করা হয়। আমি এমন দেশে থাকি যেখানে রোযা ১৭ ঘন্টা। এমতাবস্থায় আমার রোযা রাখার হুকুম কি?

উত্তর

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, দুরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর রাসূলের প্রতি। পর সমাচার:

আমি এই প্রশ্নটি আমাদের শাইখ আব্দুর রহমান আল-বার্‌রাকের কাছে পেশ করেছি। তিনি বলেন: এই নারী রোযা না-রেখে পরবর্তীতে ছোট দিনগুলোতে কাযা পালন করবেন।

আল্লাহই সর্বজ্ঞ।

সূত্র

সূত্র

শাইখ মুহাম্মদ সালেহ আল-মুনাজ্জিদ

at email

নিউজলেটার

ওয়েবসাইটের ইমেইল ভিত্তিক নিউজলেটারে সাবস্ক্রাইব করুন

phone

ইসলাম জিজ্ঞাসা ও জবাব অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত পৌঁছতে ও ইন্টারনেট ছাড়া ব্রাউজ করতে

download iosdownload android