মঙ্গলবার 17 মুহাররম 1446 - 23 জুলাই 2024
বাংলা

ইতিকাফ কোন দিনে করতে হবে?

প্রশ্ন

রমযানের শেষ দশদিন ব্যতিরেকে অন্য কোন সময় ইতিকাফ করা কি জায়েয?

উত্তর

আলহামদু লিল্লাহ।.

হ্যাঁ, যে কোন সময় ইতিকাফ করা জায়েয। সবচেয়ে উত্তম ইতিকাফ হচ্ছে- রমযান মাসের শেষ দশদিনের ইতিকাফ। কারণ এতে রয়েছে রাসূলুল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তাঁর সাহাবীবর্গের অনুসরণ। সহিহ হাদিসে এটাও সাব্যস্ত হয়েছে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোন এক বছর শাওয়াল মাসে ইতিকাফ করেছেন।

আল্লাহ তাওফিকদাতা।

সূত্র: গবেষণা ও ফতোয়াবিষয়ক স্থায়ীকমিটি (১০/৪১০)