Islam QA ওয়েবসাইটের জন্য দান করুন

আমরা আশা করছি, আপনাদের ওয়েবসাইট Islam Q&A (ইসলাম জিজ্ঞাসা ও জবাব) কে সাপোর্ট দেয়ার জন্য মুক্তহস্তে দান করবেন; যাতে করে ইনশা আল্লাহ্‌ ইসলাম ও মুসলিম উম্মাহর সেবায় আপনাদের ওয়েবসাইট তার পথ চলা অব্যাহত রাখতে পারে।

রোযা রেখে শিঙ্গা লাগানো

18-06-2017

প্রশ্ন 12610

 

রমযানের দিনের বেলায় শিঙ্গা যে লাগায় ও যাকে লাগানো হয় উভয়ের রোযা কি ভেঙ্গে যাবে?
তাদের দুই জনের হুকুম কী? তাদের দুইজনেরই রোযা ভেঙ্গে যাবে? তাদের উভয়কে এ রোযাগুলো আবার কাযা পালন করতে হবে? নাকি অন্য কোন দায়িত্ব আছে? আশা করি জানাবেন।

উত্তর

আলহামদু লিল্লাহ।.

শিঙ্গা যে লাগায় ও যাকে শিঙ্গা লাগানো হয় উভয়ের রোযা ভেঙ্গে যাবে। তাদের উভয়কে দিনের অবশিষ্টাংশ রোযা ভঙ্গকারী বিষয় থেকে বিরত থাকতে হবে এবং রোযাটির কাযা পালন করতে হবে। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি্ ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি শিঙ্গা লাগায় ও যাকে শিঙ্গা লাগানো হয় উভয়ের রোযা ভেঙ্গে যাবে।” [সুনানে আবু দাউদ (২৩৬৭), সুনানে ইবনে মাজাহ (১৬৭৯), আলবানী ‘সহিহ আবু দাউদ’ গ্রন্থে (২০৭৪) হাদিসটিকে ‘সহিহ’ বলেছেন]

আল্লাহ্‌ই তাওফিকদাতা, আমাদের নবী মুহাম্মদ, তাঁর পরিবারবর্গ ও তাঁর সাহাবীগণের উপর আল্লাহ্‌র রহমত বর্ষিত হোক।

রোজা ভঙ্গের কারণসমূহ
ইসলাম জিজ্ঞাসা ও জবাব ওয়েবসাইটে দেখান